ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুবিধাবঞ্চিতদের জন্য মোবাইল ব্যাংকিং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, জুলাই ১৪, ২০১২

বাংলাদেশে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা নিশ্চিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং সেমিকন প্রাইভেটের মধ্যে চুক্তি সই হয়।

ইউসিবিএলের জ্যেষ্ঠ নির্বাহী সহ-সভাপতি ও আইটি বিভাগের প্রধান মোহাম্মদ এইচ কাফি এবং সেমিকন প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহফুজুল প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

এ অনুষ্ঠানে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও এম শহিদুল ইসলাম, সেমিকন প্রাইভেটের চেয়ারম্যান রবিউল ইসলাম, পরিচালক নিয়াজ মোহাম্মদ বিন হাসান ছাড়াও দু প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সময় ১০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ