ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে মন্তব্য বদলের সুবিধা

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জুন ২৪, ২০১২
ফেসবুকে মন্তব্য বদলের সুবিধা

ফেসবুক ভক্তরা কমেন্ট এবং লাইকের ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু কমেন্ট বা মন্তব্যগুলো পরিবর্তন বা সংশোধনে কোনো সুবিধার অপশন ছিল না এ জনপ্রিয় মাধ্যমে।

তবে যেকোনো কারণে মন্তব্যে ভুল হলে, মনমত না হলে ব্যবহারকারীকে পুরো মন্তব্যটা মুছে ফেলে নতুন করে লিখতে হতো।

দীর্ঘদিন পরে হলেও এবারে এসব সমস্যার সমাধান পাচ্ছে ফেসবুক ভক্তরা। কারণ এখন থেকে ফেসবুক ভক্তরা তাদের মন্তব্য চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে পারবেন। তাড়াহুড়ো করে ভুল হলেও তা ঠিক করে নিতে পারবেন।

একবার সম্পাদন করে মন্তব্য পোষ্ট করলে ‘এডিটেড’ ট্যাগ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও সংশোধিত মন্তব্যটির ধারাবাহিকতাও প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময় ১৭৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: স‍াব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ