ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের ‘ইমোশন ইউআই’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, মে ২৯, ২০১২
হুয়াওয়ের ‘ইমোশন ইউআই’

চীনের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আসছে জুনে ইমোশন নামের নতুন পদ্ধতির ইউজার ইন্টারফেস ‘ইউআই’ প্রকাশের কথা জানিয়েছে। অ্যানড্রইড এর আইসক্রিম স্যান্ডউইচ ৪.০ সংস্করণের স্মার্টফোনে এটি ব্যবহারযোগ্য।



আসন্ন এ ইন্টারফেসের বিস্তারিত তথ্য প্রকাশ না পেলেও আংশিক তথ্য হিসেবে, এটি আকর্ষণীয়, সহজযোগ্য এবং অত্যাধুনিক। এ ছাড়া স্যামসাংয়ের টাচউইজ এবং এইচটিসির সেন্স ইউআইয়ের অনুরুপ শীর্ষ মোবাইল অপারেটিং সিস্টেমে ইমোশন ইউআই অন্তুর্ভুক্ত করার বিষয়টি এ মুহূর্তে সুস্পষ্ট।

এদিকে আসন্ন অ্যাসসেন্ড ডি কুয়াড স্মার্টফোনের প্রস্ততি সম্পর্কে জানিয়েছে হুয়াওয়ের এ ফোনে সম্ভাব্য সব বিষয় থাকছে বলেও আশা করা যাচ্ছে। এ পণ্যটি পরিচালনায় আছে আইসক্রিম স্যান্ডউইচ।

এ বছরের ওয়ার্ল্ড কংগ্রেস প্রদর্শনীতে হুয়াওয়ে অ্যাসসেন্ড ডি কুয়াড স্মার্টফোন প্রদর্শন করা হয়। এ সময় তারা আইসিএস অপারেটিংয়ে পণ্যটি পরিচালনার সিদ্ধান্ত নেয়। এ পণ্য প্রকাশের সময়সীমা এপ্রিল ঘোষণা করা হয়। কিন্তু এ সময়সীমা বদলে জুলাই মাস নির্ধারণ করা হয়। তাই আসন্ন হুয়াওয়ে স্মার্টফোনে ‘ইমোশন ইউআই’ তো থাকছে। এমনটাই সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ