ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন কুইজে জবস ইন বিডি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ২০, ২০১২

মেধাভিত্তিক এবং প্রণোদনামূলক ‘লার্ন অ্যান্ড উইন কুইজ’ প্রতিযোগিতা চালু করেছে চাকরি প্রার্থী এবং দাতাদের অনলাইন প্ল্যাটফর্ম জবস ইন বিডি সাইট।

এ প্রতিযোগিতা ২০ মে থেকে শুরু হয়ে আগামী ৫ জুন পর্যন্ত চলবে।

সবমোট দু পর্বে বিভক্ত প্রতিযোগিতার এটি প্রথম পর্ব। এ পর্বে মোট পাঁচজন বিজয়ীর মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ১৫ হাজার টাকার প্রাইজ বন্ড।

একইভাবে দ্বিতীয় বিজয়ী ১০ হাজার, তৃতীয় বিজয়ী সাত হাজার, চতুর্থ বিজয়ী পাঁচ হাজার এবং পঞ্চম বিজয়ী পাবেন তিন হাজার টাকার প্রাইজবন্ড।

ক্যসপারস্কির সৌজন্যে অনুষ্ঠেয় এ মেধার লড়াইয়ে অংশ নিতে আগ্রহীদের জবস ইন বিডির ওয়েব সাইট (www.jobsinbd.com) এ সাইটে দেওয়া ১০টি প্রশ্নের উত্তর করতে হবে। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে আগামী ৬ জুন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময় ১৮৪১ ঘণ্টা, মে ২০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ