ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরি এনেছে ‘কার্ভ ৯৩২০’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মে ৯, ২০১২
ব্ল্যাকবেরি এনেছে ‘কার্ভ ৯৩২০’

ব্ল্যাকবেরি নির্মাতা রিম এবারে নিয়ে এল ‘কার্ভ ৯৩২০’ মডেল। এতে আছে থ্রিজি নেটওয়ার্ক সুবিধা।

এর আগের মডেল হচ্ছে ব্ল্যাকবেরি ৯২২০। আরও আছে ব্ল্যাকবেরি (বিবি) ওএস ৭.১ অপারেটিং সিস্টেম। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে আগের অর্থাৎ ৯২২০ মডেলে থ্রিজি সংযোগ ছিল না। তবে নতুন প্যাকেজে এ মডেলকেও সঙ্গে যুক্ত করা হয়েছে।

৯৩২০ মডেলে আছে ২.৪৪ ইঞ্চির এলসিডি পর্দা, এর রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেল এবং বিবিএম কি। সঙ্গে আছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ফ্ল্যাশ, ওয়াইফাই, ৫১২ এমবি র‌্যাম, রম, মাইক্রো এসডি কার্ড সøট এবং এফএম রেডিও।

আগামী মাসেই এ পণ্যটি ভারতের বাজারে প্রবেশ করবে। এর আছে মাল্টি কালার। যদিও ব্ল্যাকবেরি ৯৩২০ মডেলের দাম নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রিম।

বাংলাদেশ সময় ১৮২৫ ঘণ্টা, মে ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ