ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

অ্যালোহা এবার অটোডেস্ক রিসেলার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মে ৬, ২০১২

বাংলাদেশে অ্যাপল কমপিউটারের অথরাইজড রিসেলার এবং অ্যাডোবি সফটওয়্যারের মাস্টার রিসেলার অ্যালোহা আইশপ এবার অটোডেস্কের ভ্যালু অ্যাডেড রিসেলার মনোনিত হয়েছে।

ফলে এখন থেকে বিখ্যাত অটোক্যাড, থ্রিডি স্টুডিও ম্যাক্স, মায়াসহ অটোডেস্কের সব সফটওয়্যার ও সেবা পাওয়া যাবে।

অ্যালোহা আইশপের গুলশান, বসুন্ধরা এবং মতিঝিল পয়েন্ট অব সেল সেন্টার থেকে।

এখন টিভি চ্যানেল, রেডিও, চলচ্চিত্র নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘ওয়ান স্টপ’ পণ্য সেবা পাওয়া যাবে অ্যালোহা আইশপে। কারণ বিশ্বসেরা অ্যাপলের সব পণ্য যেমন এখান থেকে পাওয়া যাবে, তেমনি গ্রাফিকসের জন্য সব অ্যাডোবি সফটওয়্যার এবং অ্যানিমেশন কিংবা নকশা ডিজাইনের জন্য অটোডেস্কের সব সফটওয়্যার ও সেবা এখানে  পাওয়া যাবে।

আগ্রহীরা (www.alohaishoppe.com.bd) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। হ্যালো: ০১৭১৩০০৪৯৫৯, ৯৫৫২৭৭১।

বাংলাদেশ সময় ১৭০২ ঘণ্টা, মে ৬, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।