ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নব উদ্যোগে ডেভসটিম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, মে ৫, ২০১২
নব উদ্যোগে ডেভসটিম

ইন্টারনেট বিপণন সেবাদাতা এবং ওয়েব অ্যাপিলকেশন নির্মাতাপ্রতিষ্ঠান ডেভসটিম আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।



নতুন উদ্যোক্তাদের শুভ কামনার মাধ্যমে তিনি ডেভসটিমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ডেভসটিমের কার্যক্রম সম্পর্কে প্রধান নির্বাহী আল-আমিন কবির জানান, আন্তর্জাতিক বাজারের জন্য বিভিন্ন ওয়েব অ্যাপলিকেশন তৈরিতে কাজ করবে ডেভসটিম।

এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা পাঁচ বন্ধু। ওয়েব অ্যাপলিকেশন তৈরির সঙ্গে তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণের সুবিধাও থাকবে। এমনটাই জানালেন ডেভসটিমের উদ্যোক্তারা।

বাংলাদেশ সময় ২০০৬ ঘণ্টা, মে ৫, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ