ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডলবি হোম থিয়েটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, এপ্রিল ২৯, ২০১২
ডলবি হোম থিয়েটার

সঙ্গীতপ্রেমীদের জন্য দেশে এসেছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের নতুন ‘এফ৬০০০’ মডেলের হোম থিয়েটার স্পিকার। গান যেমনই হোক না কেন, এফঅ্যান্ডডি মাল্টিমিডিয়া স্পিকার দেবে জীবন্ত শব্দ।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ হোম থিয়েটারটি রিমোট নিয়ন্ত্রিত। এর স্পিকারের সংখ্যা ৫.১। এর স্যাটেলাইট স্পিকার ২৩০ হার্টজ থেকে ২০ কিলোহার্টঝ। সাবউফার ২০ থেকে ৯০ হার্টজ। ঘরের চার দেয়ালেই এটি ডলবি সারাউন্ড সাউন্ড ছড়িয়ে দেবে।

এ মুহূর্তে হোম থিয়েটারটির দাম ১০ হাজার ৫০০ টাকা। ঢাকার বিসিএস কমপিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কমপিউটার মার্কেট, শান্তিনগরের ইস্টার্ন প্ল্যাস বিসিএস ল্যাপটপ বাজারে এটি পাওয়া যাচ্ছে। হ্যালো: ০১৮১৭ ২৯৯০৭০।

বাংলাদেশ সময় ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ