ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ ফোনে স্কাইপি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, এপ্রিল ২৫, ২০১২
উইন্ডোজ ফোনে স্কাইপি

জনপ্রিয় ইন্টারনেট ভয়েস শেয়ারিং সাইট স্কাইপির ১.০ ভার্সন মাইক্রোসফটের উইন্ডোজ প্লাটফর্মে চুড়ান্ত করা হয়েছে। তাই ভার্চূয়াল বাজারে তাদের ডাউনলোড কার্যক্রমের প্রস্তুতিও চুড়ান্ত।

স্কাইপি সূত্র এ তথ্য জানিয়েছে।

যদিও স্কাইপির নিজস্ব পরীক্ষামূলক সংস্করণ গত দু মাসে বিশ্বের কিছু দেশে পাওয়া যাচ্ছে। কিন্তু পরীক্ষামূলক কার্যক্রমে অনেক সমস্যা থাকায় অনবরত বিঘিœত হচ্ছে।

অবশ্য উইন্ডোজ ফোনে এ সেব‍ার জন্য উন্নয়করা বেশির ভাগই ক্রুটি যথাযথভাবে অপসারণ করেছে। ব্যবহারকারীরা এই অ্যাপলিকেশনে বিনামূল্যে কল, ভিডিও চ্যাট, অন্য স্কাইপি ব্যবহারকারীদের সঙ্গে আইএম সুবিধা বিনিময় কর‍া যাবে। এ ছাড়া এ সেবার বিশেষ সুবিধা ল্যান্ডলাইন নম্বরে সুলভমূল্যে ভিওআইপি কলের বিষয়টিও স্কাইপি নিশ্চিত করেছে।

বিনামূল্যের এ অ্যাপের জন্য প্রয়োজন হবে থ্রিজি ও ওয়াইফাই সংযোগ। উন্নয়কদের মতে, এটি শুধু উইন্ডোজ ফোন ৭.৫ এবং এর ওপরের সংস্করণের উপযোগী করে তৈরি হয়েছে। তাই উইন্ডোজের সবশেষ সংস্করণের ফোন ব্যবহারকারীরা চাইলে এ অফার সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এ অ্যাপসের ডাটা ৬ মেগাবাইট। আগ্রহীরা (http://www.windowsphone.com/en-IN/apps/c3f8e570-68b3-4d6a-bdbb-c0a3f4360a51) এ লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘন্টা, এপ্রিল ২৫, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ