ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সেপ্টেম্বরে আইপ্যাড মিনি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, এপ্রিল ১৯, ২০১২
সেপ্টেম্বরে আইপ্যাড মিনি

অ্যাপলের বহুল আলোচিত পণ্য আইপ্যাড মিনি নিয়ে নতুন গুজব ছড়িয়েছে। আসছে সেপ্টেম্বরেই নাকি আইপ্যাড মিনি উন্মুক্ত হবে।

আত্মপ্রকাশের এ দিনক্ষণ আপত দৃষ্টিতে অপ্রত্যাশিত। এর আগে গুজব রটেছিল অ্যাপল আইপ্যাড মিনি তৈরিই করবে না। এ সব গুজব থেকেই প্রতিনিয়তই নিত্যনতুন খবর ছড়াচ্ছে।

প্রকাশিত আইপ্যাড নিয়েও অনেক বিদ্রুপ মন্তব্য করা হয়েছে। ঠিক এ সময়ে নতুন আইপ্যাডের রিসিপশন সার্ভিস উন্নতমানের হওয়ায় বিতর্ক গড়িয়েছে নতুন পথে। গত মাসে এটি বাজারে আসে।

এবারের গুজবের কেন্দ্রস্থল চীন। প্রতিবেদনে প্রকৃত নির্মাতাপ্রতিষ্ঠানের নাম থাকায় খবরটি বিশ্বাসযোগ্য হচ্ছে। জাপানভিত্তিক ওয়েবসাইট প্রতিবেদনে জানানো হয়, চীনা পোর্টাল নেটইজ সমালোচিত এ পণ্যের গুজবের অবসান ঘটিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, এরই মধ্যে অ্যাপল ৬০ লাখ আইপ্যাড মিনি চালানের জন্য সরবরাহকারীও চুড়ান্ত করেছে। আর এ বছরের সেপ্টেবরেই এটি বাজারে ছাড়া হবে। আরও সুস্পষ্ট বিষয়, হনহ্যায় প্রিসিসন এবং পেগাট্রন এ দু প্রতিষ্ঠানকে নতুন এ পণ্য তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যাপলের সুলভ মূল্যের পণ্য আনার পেছনে আছে আসন্ন উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেটকে চ্যালেঞ্জ করা। এ প্রতিবেদনে দাম সম্পর্কে বলা হয়, এটি ২৫০ থেকে ৩০০ ডলারের মধ্যে হতে পারে। তাই অ্যাপল যদি সত্যিই পণ্যটি সুলভ মূল্যে বাজারে ছাড়ে তাহলে ভক্তরা এতে ঝাপিয়ে পড়বে।

বাংলাদেশ সময় ১৮১০ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১২

সম্পাদনা: এসজেডএম/
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।