ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ভারত

সর্বনাশ হয়ে গেছে, ২ জেলা ধ্বংস: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, মে ২১, ২০২০
সর্বনাশ হয়ে গেছে, ২ জেলা ধ্বংস: মমতা .

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম সুপার সাইক্লোন আম্পান। আম্পানের তাণ্ডবের বিষয়ে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের সর্বনাশ হয়ে গেল, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। বাড়িঘর, নদীর বাঁধ ভেঙে গিয়েছে। ফসলে ক্ষেত ভেসে গিয়েছে।’

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার বলছে বুধবার (২০ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, আম্পানের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ থেকে ১২ জনের প্রাণহানি খবর এসেছে।

রাজ্যের পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুরের যে খবর এসেছে তা ভয়াবহ। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে তিন থেকে চারদিন লেগে যাবে। একদিনের মধ্যে কয়েক লাখ মানুষকে সরাতে পেরেছি, তাই ক্ষয়ক্ষতি কিছুটা ঠেকানো গিয়েছে ।  

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে প্রায় পাঁচ লাখ মানুষকে সরাতে পেরেছি। আম্পানের তাণ্ডবে ধ্বংসের পুরো ক্ষয়ক্ষতির চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ২১, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।