ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ভারত

ত্রিপুরায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, আগস্ট ১, ২০১৬
ত্রিপুরায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বর্ষা মৌসুমে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকায় ফের নতুন করে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

রোববার (৩১ জুলাই) ত্রিপুরার গোমতী জেলার অমরপুরের বিভিন্ন পাহাড়ি জনপদ থেকে মোট ২৭ জন জ্বরে আক্রান্ত রোগী অমরপুর হাসপাতালে ভর্তি হন।

এর মধ্যে ছয়জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তার্জিনা রিয়াং (২) অমরপুরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রাজ্যের আদিবাসী অধ্যুষিত পাহাড়ি জনপদগুলিতে আরও ম্যালেরিয়া আক্রান্ত মানুষ রয়েছেন বলে ধারণা স্বাস্থ্যকর্মীদের।  দুই মাস আগে রাজ্যের বিভিন্ন জেলায় ম্যালেরিয়ার আক্রমণে ৩০ জনের বেশি প্রাণ হারায়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।