ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ভারত

ত্রিপুরায় সার্ক জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক হলেন সাংবাদিক প্রণব সরকার

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জুলাই ৩১, ২০২৫
ত্রিপুরায় সার্ক জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক হলেন সাংবাদিক প্রণব সরকার বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।

ত্রিপুরায় প্রথমবারের মতো গঠিত হয়েছে আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা চ্যাপ্টার। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।

 

ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা বৃহস্পতিবার (৩১ জুলাই)  নেপাল থেকে এ চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন।  

ত্রিপুরায় আন্তর্জাতিক এর মাধ্যমে সাংবাদিকদের একটি মঞ্চ গঠনের নতুন অধ্যায় সূচিত হলো। সার্কভুক্ত দেশের সাংবাদিকদের নিয়ে গঠিত এ সংগঠন দক্ষিণ-এশীয় দেশের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

ত্রিপুরা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক প্রণব সরকারকে।  বর্তমানে তিনি জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি দেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদেও মনোনীত হয়েছেন। এই উদ্যোগ ত্রিপুরার সাংবাদিক সমাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে।

সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহমান এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, ত্রিপুরার প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের দায়িত্ব নেওয়ায় সার্ক জার্নালিস্ট ফোরাম আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ সুধাংশু এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাসির আল মামুন এক বার্তায় ত্রিপুরার নতুন আহ্বায়ক প্রণব সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।