ফুরফুরা শরিফ থেকে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এ বার ‘ব্রিগেড চলো’র ডাক দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল ব্রিগেডের এ প্রতিবাদ সভা হবে।
সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশটির বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় মাঠে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। প্রতিবাদের প্রভাব পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ বিরাজ করছে মুর্শিদাবাদ এবং মালদহে। তবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। বাদ নেই ফুরফুরাও। সেখানকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা আয়োজন করছেন পিরজাদারা।
শুক্রবার (১৮ এপ্রিল) পিরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে ফুরফুরার একাংশ। তবে সে সভায় উপস্থিত ছিলেন না তহ্বা সিদ্দিক্কি বা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
মুসলিম ল’ বোর্ডের পক্ষ থেকে এ সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়।
ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। আমরা পিরজাদারা সমর্থন করেছি। ’’ তিনি বলেন, আশা করছি সেদিন ব্রিগেড সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
মেহেরাব বলেন, ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এ সমাবেশ হবে। একই সঙ্গে যারা ব্রিগেডে আসবেন তাদের সংযত থাকার বার্তাও দেন তিনি। কারো ফাঁদে পা না-দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ওই সমাবেশে ত্বহা, নওশাদ বা তার দাদা পিরজাদা আব্বাস সিদ্দিকি থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ফুরফুরার পিরজাদারা সবাই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মাঠে নেমেছেন। সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদও। ওয়াকফ আইন এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। তবে সুপ্রিম কোর্টের ওপর আস্থা রেখেও আশঙ্কায় রয়েছেন তহ্বা। তিনি আশঙ্কা করছেন বাবরি মসজিদের মতো রায় হবে না তো।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
জেএইচ