ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ভারত

ত্রিপুরায় জাপান মিয়ার বাড়ি থেকে ১০ লাখ বাংলাদেশি টাকা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, সেপ্টেম্বর ২১, ২০২৩
ত্রিপুরায় জাপান মিয়ার বাড়ি থেকে ১০ লাখ বাংলাদেশি টাকা জব্দ 

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে গিয়ে জাপান মিয়া নামে এক মাদককারবারির বাড়ি থেকে ১০ লাখ টাকা (বাংলাদেশি) জব্দ করেছে স্থানীয় পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ত্রিপুরার দক্ষিণ জেলার একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ায় এ অভিযান চালায় পিআর বাড়ি থানা পুলিশ ও বিএসএফ।

 

অভিযানের নেতৃত্ব দেন পিআর বাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন রবিদাস বিশাল।

তিনি বলেন, অভিযানে একিনপুর এলাকার বাসিন্দা জাপান মিয়ার বাড়ি থেকে বাংলাদেশি মুদ্রা ১০ লাখ  ৪৮ হাজার ২৫০ টাকাসহ দুইটি অত্যাধুনিক ওয়াকি-টকি, দুটি দুরবিন, ৪৫০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা, ১৫০টি মদের বোতল জব্দ করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় জাপান মিয়াকে।

 

মাদক পাচারের বিনিময়ে বাংলাদেশি টাকাগুলো সংগ্রহ করেছেন জাপান মিয়া ধারণা করছে পুলিশ। পরবর্তী সময়ে সুযোগ পেলেই এসব টাকাকে ভারতীয় রুপিতে পরিবর্তন করার কথা ছিল। আর জাপান মিয়া এই কাজ নিয়মিতভাবে করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসসিএন/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।