ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

জিএম খাদ্য মুক্ত বাংলাদেশের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ১১, ২০১৪
জিএম খাদ্য মুক্ত বাংলাদেশের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিটি বেগুন, জেনিটিক্যালি মডিফায়েড (জিএম) আলু ও গোল্ডেন রাইসের হাত থেকে রক্ষার আহ্বানের পাশাপাশি জিএম খাদ্য মুক্ত বাংলাদেশের দাবি জানিয়েছে দুটি বেসরকারি সংস্থা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিএম মুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে জিএম বিরোধী গণমোর্চা ও বিটি বেগুন বিরোধী নামে দুটি সংস্থার পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।



বিজ্ঞানী ড. ইউনুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী পরিচালক আমিনুল রসুল, পরিবেশবিদ মুহিদুল হক খান, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষির ওপর কোনো প্রভাব পড়ে এমন বীজ বাংলাদেশের কৃষি খাতকে শুধু ধ্বংসই করবে না কৃষকদের মেরে ফেলবে। এছাড়া পরিবেশের ওপর পড়বে ব্যাপক প্রভাব। তাই এসব ধ্বংসাত্মক বীজ আবিষ্কার পরিহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।