ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

সেনবাগে ২’শ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, মার্চ ২৩, ২০১৩

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে স্বেচ্ছাসেবী সংগঠন মুন্সি আতর আলী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংস্থার নিজস্ব ভবনের সভাকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলার সুবিধা বঞ্চিত গরীব, অসহায় ২শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা সরবরাহ করা হয়।

এদের মধ্যে থেকে গুরুতর ২০জন রোগীকে জাতীয় অন্ধকল্যাণ সমিতির নিজস্ব খরচে অপারেশনের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে।

এ সময় মুন্সি আতর আলী ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান সুলতান আহম্মেদর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম বাবু, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান,জাতীয় অন্ধকল্যাণ সমিতির প্রতিনিধি আবদুল মতিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।