ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানবাসীর সেবায় যোগ হলো নতুন অ্যাম্বুলেন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ডিসেম্বর ২২, ২০২৪
বান্দরবানবাসীর সেবায় যোগ হলো নতুন অ্যাম্বুলেন্স নতুন অ্যাম্বুলেন্স পেলেন বান্দরবানবাসী

বান্দরবান: গরিব রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে ও বান্দরবানবাসীর ভোগান্তী কমাতে নাগরিক সেবা নামে একটি অ্যাম্বুলেন্স চালু করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।  

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবানবাসীর সেবায় ব্যক্তি  উদ্যোগে সুলভমূল্যে রোগীদের বহনের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সমাজের সব সামর্থ্যবানকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিন, মাধবী মারমা, খুরশিদা ইসহাক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কম খরচে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে আর গরিব রোগীদের জন্য। দিন-রাত ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সটি চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।