ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমার ঝলকে পিএসজির স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, মে ২, ২০২১
নেইমার ঝলকে পিএসজির স্বস্তির জয় নেইমার জুনিয়র/ছবি: সংগৃহীত

নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করালেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দারুণ এই পারফরম্যান্সে ভর করে স্বস্তির জয় তুলে নিল পিএসজি।

 

পার্ক দে প্রিন্সেসে শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লেন্সকে ২-০ গোলে হারিয়েছে পচেত্তিনোর দল। শুরুতে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পরে তার কর্নারে হেডে গোল করেন মার্কুইনহোস।  

এই জয়ে অল্প সময়ের জন্য লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছিল প্যারিসের দলটি। তবে পরে আরও এক ম্যাচ জিতে জায়গা পুনর্দখল করে লিলে। শিরোপা জিততে তাদের দরকার মাত্র ৩ জয়।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগে এই জয় পিএসজির জন্য বেশ জরুরি ছিল। কারণ ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে সিটির কাছে ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল তারা।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।