ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

নিয়োগের ১৭ মাসে বরখাস্ত হলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, এপ্রিল ১৯, ২০২১
নিয়োগের ১৭ মাসে বরখাস্ত হলেন মরিনহো টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে বরখাস্ত হলেন মরিনহো

টটেনহ্যাম হটস্পারে কোচ হিসেবে নিয়োগের ১৭ মাসের মাথায় বরখাস্ত হলেন হোসে মরিনহো।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে ২০১৯ সালের নভেম্বরে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়েছিলেন পর্তুগিজ তারকা মরিনহো।

যেখানে গত মৌসুমে তিনি স্পারদের লিগে ষষ্ঠ করেছিলেন।

চলতি মৌসুমে অবশ্য লন্ডনভিত্তিক ক্লাবটির অবস্থা ভালো না। বর্তমানে লিগ টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে তারা। আর শেষ তিন লিগ ম্যাচে মাত্র দুই পয়েন্ট অর্জন করতে পেরেছে এবং গত মার্চে ইউরোপা লিগ থেকে বাদ পড়ে যায়।

আগামী রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবায়ো কাপের ফাইনালে লড়বে টটেনহ্যাম।

এদিকে প্রিমিয়ার লিগের বিগ সিক্স ক্লাবের মধ্যে টটেনহ্যাম অন্যতম যারা নতুন ফরম্যাটে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।