ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

২০২৫ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, এপ্রিল ৭, ২০২১
২০২৫ পর্যন্ত ম্যানসিটিতেই থাকছেন ডি ব্রুইনা

ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন কেভিন ডি ব্রুইনা। ফলে ২০২৫ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন এই মিডফিল্ডার।

বুধবার ক্লাবটি এই খবর নিশ্চিত করেছে।

গত বছর প্রিমিয়ার লিগের মৌসুম সেরা বেলজিয়ান মিডফিল্ডার নতুন করে চার বছর চুক্তি করেছেন। বর্তমান চুক্তি শেষ হতো আর দুই বছর পর।

কিন্তু তার সঙ্গে সম্পর্ক আরও লম্বা করলো সিটি। পেপ গার্দিওলার অধীনে দলে দারুণ অবদান রেখে চলেছেন ডি ব্রুইনা।

চুক্তির আনুষ্ঠানিকতা সারার পর ডি ব্রুইনা বলেছেন, ‘২০১৫ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে এই ক্লাবকে নিজের বাড়ি মনে হয়েছে। এর চেয়ে সুখী আর হতে পারতাম না। ভক্তদের আমি ভালোবাসি। ম্যানচেস্টারে আমার পরিবার থিতু হয়েছে এবং আমার খেলার সত্যিই দারুণ অগ্রগতি হচ্ছে। আমার পারফরম্যান্সের সর্বোচ্চটা দিতে যখন যা প্রয়োজন আমাকে দিয়েছে এই ক্লাব। তাই কোনোকিছু না ভেবেই চুক্তিতে সই করেছি। ’

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।