ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সের জয়ের অপেক্ষা বাড়িয়ে দিল রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ৭, ২০২১
ব্রাদার্সের জয়ের অপেক্ষা বাড়িয়ে দিল রহমতগঞ্জ ছবি: শোয়েব মিথুন

একের পর এক ম্যাচে হেরে চলেছে ব্রাদার্স ইউনিয়ন। এবার তারা ২-০ গোলে হেরেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে।

 

কেবল বারিধারার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করা ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাকি ৫ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাদার্সকে। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে তারা। অন্যদিকে দাপুটে জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এসেছে রহমতগঞ্জ।  

ছবি: শোয়েব মিথুন

রোববার (০৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রাইস্ট রেমির পাস থেকে ৩৩তম মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে দেন দিলশোদ ভাসিয়েভ। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে তারা।  

বিরতি থেকে ফিরে দলের ব্যবধান দ্বিগুণ করেন রেমি। ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণের পাস থেকে ৪৮তম মিনিটে এবার ব্রাদার্সের জাল খুঁজে নেন আইভরিয়ান ফরোয়ার্ড। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় রহমতগঞ্জ।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।