ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনার শেষ উচ্চারণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, নভেম্বর ২৬, ২০২০
ম্যারাডোনার শেষ উচ্চারণ দিয়েগো ম্যারাডোনা

গোটা বিশ্বকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।  

কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ম্যারাডোনা। নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় আর্জেন্টাই্ন ফুটবল কিংবদন্তির। এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি। ’

এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।

এরপর হাসাপাতালে নেয়ারও সুযোগ মেলেনি। তার প্রিয় বন্ধু কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো যে তারিখে মৃত্যুবরণ করেছিলেন ঠিক একই তারিখে অনন্তের পথে পাড়ি জমান  ম্যারাডোনা।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।