ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত লিভারপুলের শাকিরি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, অক্টোবর ৬, ২০২০
করোনায় আক্রান্ত লিভারপুলের শাকিরি জারদান শাকিরি

অ্যানফিল্ডের নতুন তারকা থিয়াগো আলকান্তারা ও সাদিও মানের পর এবার লিভারপুলের তৃতীয় তারকা হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইস মিডফিল্ডার জারদান শাকিরি।  মঙ্গলবার (০৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে শাকিরির করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান, দ্য সান’র মতো গণমাধ্যমগুলো। তবে এখনও কোনো বিবৃতি দেয়নি লিভারপুল।  

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্ত হলেন অলরেডদের তিন তারকা। এক সপ্তাহ আগে আলকান্তারা ও মানের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছিল গত আসরের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমের লিভারপুলের হয়ে এখন পযর্ন্ত মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছেন শাকিরি। সেই ম্যাচটি ইএফএলে। এবার তার অ্যানফিল্ড ছাড়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পযর্ন্ত তা সত্যি হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।