ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালের বড় জয়ে বেনজেমার একার ৪ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, সেপ্টেম্বর ১৬, ২০২০
রিয়ালের বড় জয়ে বেনজেমার একার ৪ গোল

ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনে প্রায় একাই দায়িত্ব নেন করিম বেনজেমা। আর দায়িত্ব নিয়ে জিনেদিন জিদানের ভরসার নামও হয়েছেন তিনি।

২০২০-২১ মৌসুম শুরুর আগে দলের একমাত্র প্রাক-মৌসুম ম্যাচে একাই করলেন ৪ গোল।

নিজেদের অনুশীলন মাঠ স্তাদিও আলফ্রেদো দি স্তেফানোতে গেতাফের মুখোমুখি হয় রিয়াল যেখানে শেষ বাঁশি বাজলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।

পুরো ম্যাচের আলো অবশ্য একাই কেড়ে নেন বেনজেমা। চার গোলে মাতিয়ে রাখেন স্বাগতিক শিবির। দলের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও সার্জিও আরিবাস।

ম্যাচটি দর্শকশূন্য অবস্থায় খেলা হয়। এমনকি খেলায় কোনো সংবাদমাধ্যম অথবা টিভি ক্যামেরারও অনুমতি ছিল না।

আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।