ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

পুলিশকে পিটিয়ে হাজতে ম্যানইউ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, আগস্ট ২২, ২০২০
পুলিশকে পিটিয়ে হাজতে ম্যানইউ অধিনায়ক

বিতর্কিত ঘটনা ঘটিয়ে গ্রেফতার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। গ্রীসের দ্বীপ মাইকোনোসে ছুটি কাটাতে যাওয়া এই তারকা ডিফেন্ডার স্থানীয় পুলিশের সঙ্গে মারামারি করায় হাতকড়া পরিয়ে তাকে হাজতে নিয়ে যাওয়া হয়।

শুক্রবারের এ ঘটনার পর সাইরোস প্রসিকিউটর অফিস থেকে বলা হয়, তিন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মাইকোনোস পুলিশের সঙ্গে মারামারি করেন।

ম্যাগুয়ারের আইনজীবী অবশ্য জানিয়েছে, ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবী জানান, তিনি নিশ্চিত কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানইউতে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে যোগ দেন ম্যাগুয়ার। ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি রেড ডেভিলসদের ডেরায় আসেন। তবে গত মৌসুমে কোনো শিরোপাই ঘরে তুলতে পারেনি সুলশারের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।