ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়াল মাদ্রিদে যাবেন না এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, জুলাই ২২, ২০২০
রিয়াল মাদ্রিদে যাবেন না এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পে/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে সকল গুঞ্জনে জল ঢেলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। সরাসরি জানিয়ে দিলেন, আগামী মৌসুমেও পিএসজিতেই থাকবেন এই ফরাসি ফরোয়ার্ড।

এমবাপ্পের ভবিষ্যত ঠিকানা নিয়ে অনেকদিন থেকেই গুঞ্জন চলছে। ২০২২ সালে পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তির মেয়াদ ২ বছর বাকি থাকতেই তাকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা যাচ্ছিল। কিন্তু ২১ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, ২০২০/২১ মৌসুমেই পার্ক দ্যা প্রিন্সেস ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।

চ্যাম্পিয়ন লিগের লড়াই ফের শুরু হওয়ার আগে নিজেদের ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলছে পিএসজি। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে দলটি। প্রতি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিল ৫ হাজার করে দর্শক। সর্বশেষ স্কটিশ জায়ান্ট সেল্টিকের বিপক্ষে ৪-০ গোল জয় পেয়েছেন নেইমাররা।  

মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দলের বড় জয়ে ১ গোল করা এমবাপ্পেকে ম্যাচ শেষে পিএসজি ছাড়ার ব্যাপারে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, আমি এখানেই (পিএসজিতে) থাকছি। চতুর্থ বছরের মতো দলের পরিকল্পনায় আছি আমি। ’ 

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আরও বলেন, ‘ক্লাবের পরিচালকগণ এবং সমর্থকদের জন্য বলছি, যা কিছু ঘটুক না কেন, আমি থাকছি। আমি দলকে আরও শিরোপা জেতাতে চাই এবং বিশ্বসেরা হতে চাই। ’

এমবাপ্পে নিশ্চিত করলেও তার পিছু ছাড়ছে না রিয়াল। সদ্য লা লিগার শিরোপাজয়ীরা ২০২১ সালের গ্রীষ্মে ফের একবার তাকে কেনার চেষ্টা করবে বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।