ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ফুটবল

চলে গেলেন সাবেক ফুটবলার নুরুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুন ১৪, ২০২০
চলে গেলেন সাবেক ফুটবলার নুরুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের ইয়ুথ কোচ নুরুল হক মানিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার (১৪ জুন) দুপুর তিনটার দিকে না ফেরার দেশে চলে যান জাতীয় দলের সাবেক এই ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বাফুফে জানিয়েছে ব্রেন স্ট্রোক করে ধানমন্ডির নিজ বাসায় মারা যান তিনি।

তার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ সকলেই শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।