ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

রামোসের শততম গোলে কোয়ার্টারের পথে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জানুয়ারি ১০, ২০১৯
রামোসের শততম গোলে কোয়ার্টারের পথে রিয়াল ছবি: সংগৃহীত

সার্জিও রামোসের শততম ক্যারিয়ার গোলে কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল আসরের এই ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে লেগানেসকে আতিথিয়েতা জানায় রিয়াল। যেখানে লিগে গত দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি বছরের প্রথম জয় তুলে নেয়।

খেলার ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দলের লিড এনে দেন রামোস। এটি তারকা এই ডিফেন্ডারের ফুটবল ক্যারিয়ারের শততম গোল। যেখানে রিয়ালের হয়ে করেছেন ৮০টি গোল। ৩টি গোল এসেছে সেভিয়ার হয়ে। আর জাতীয় দল স্পেনের হয়ে করেছেন আরও ১৭টি গোল।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে লুকাস ভাসকুয়েস রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান। আর ৭৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে জয় নিশ্চিত করেন।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচে লেগানেসের মাঠে খেলতে যাবে রিয়াল।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।