ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

এখনও সুস্থ হননি জিরুদ-রামসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, অক্টোবর ১৩, ২০১৬
এখনও সুস্থ হননি জিরুদ-রামসে জিরুদ ও রামসে-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, দলের দুই তারকা ফুটবলার অলিভার জিরুদ ও অ্যারন রামসে এখনও ফিটনেসহীনতায় ভুগছেন। সেই সঙ্গে মাঠে ফিরতে তাদের আরও কয়েক সপ্তাহের মতো লাগবে।

পায়ের আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন ফ্রেঞ্চ তারকা জিরুদ। যেখানে মৌসুমের প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে যান ওয়েলস ফুটবলার রামসে।

প্রিমিয়ার লিগে বর্তমানে দারুণ খেলছে গানাররা। তবে এ দুই তারকার অভাব বোধ করছে সমর্থকরা। কিন্তু ওয়েঙ্গার জানান, খুব শিগগির এ দু’জনকে খেলায় পাওয়া যাবে না। জিরুদ ও রামসে এখনই ফিরছে না। রামসে আসলে কঠোর পরিশ্রম করতে পারে। তাকে না পেয়ে আমি হতাশ। ’

এমিরেটস স্টেডিয়ামের দলটি লিগে এখন পর্যন্ত সাতটি  ম্যাচ খেলেছে। যেখানে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে তারা। শেষ পাঁচ ম্যাচেই জয়ের মুখ দেখেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।