ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

ব্রাজিল তারকা উইলিয়ানের মাতৃবিয়োগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, অক্টোবর ১৩, ২০১৬
ব্রাজিল তারকা উইলিয়ানের মাতৃবিয়োগ ছবি: সংগৃহীত

ঢাকা: মা হারালেন ব্রাজিল ফুটবল তারকা উইলিয়ান। ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে তার, এমনই একটি বার্তা নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ইংলিশ ক্লাব চেলসিতে খেলা উইলিয়ান।

২৮ বছর বয়সী উইলিয়ান জানান, গত সেপ্টেম্বর থেকে কাঁধের ব্যথায় ভুগছিলেন তার মা। আর ব্রাজিলেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

মায়ের মৃত্যুর খবর শুনে লন্ডন থেকে ব্রাজিলে ফেরত যান উইলিয়ান। এর আগে জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে একটি গোলও করেন তিনি। আগামী রোববার তার ক্লাব চেলসি বড় ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে লড়বে।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে হাল সিটির বিপক্ষে মুখোমুখি হয় চেলসি। যেখানে গোল করার পর উইলিয়ান জানান, এই গোলটি তিনি তার অসুস্থ মায়ের প্রতি উৎসর্গ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।