ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

ক্রেসপোর রেকর্ডে ভাগ বসালেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, অক্টোবর ১২, ২০১৬
ক্রেসপোর রেকর্ডে ভাগ বসালেন সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস সুয়ারেজের মাইলফলকের দিনে কলম্বিয়ার মাঠে ২-২ গোলে ড্রয়ের হতাশায় ডোবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা উরুগুয়ে। যেটি এখন ব্রাজিলের দখলে।

সে যাই হোক, ব্যক্তিগত অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বার্সেলোনার ‘গোলমেশিন’।

সাবেক আর্জেন্টাইন তারকা হার্নান ক্রেসপোর রেকর্ড ছুঁয়েছেন সুয়ারেজ। আর একটি গোল করলেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলস্কোরারের আসনে বসবেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার।

কলম্বিয়ার বিপক্ষে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এটি ছিল তার ১৯তম বিশ্বকাপ বাছাই গোল। এতেই রেকর্ড-বুকে ক্রেসপোর পাশে নাম লেখান উরুগুইয়ান সেনসেশন।

ঘরের মাঠেই কীর্তিটা এককভাবে নিজের করে নেওয়ার উপলক্ষ পাচ্ছেন সুয়ারেজ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) ইকুয়েডরকে আতিথ্য দেবে অস্কার তাবারেজের শিষ্যরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।