দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক ও সমকামবিদ্বেষী স্লোগান উঠেছিল। রিভার প্লেটের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনার ওপর বিশেষ শাস্তি ঘোষণা করেছে।
এর ফলে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের একটি গ্যালারি কেবল শিশু ও বেসরকারি সংস্থার সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।
ফিফার এই সিদ্ধান্তের পর এএফএ (আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন) টিকিট বিক্রির সঙ্গে এক বিবৃতিতে জানিয়েছে, ‘মনুমেন্তালের সেন্তেনারিও বাহা গ্যালারি বরাদ্দ থাকবে বিভিন্ন ক্লাবের শিশু ও সেই সব বেসরকারি সংস্থার সদস্যদের জন্য, যারা বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। একইসঙ্গে সেন্তেনারিও আলতা গ্যালারিতে থাকবে একটি সচেতনতামূলক ব্যানার, যাতে সমর্থকদের বার্তা দেওয়া যায়—স্টেডিয়ামে বৈষম্যের কোনো স্থান নেই। ’
এএফএ আরও বলেছে, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে কখনোই সরে আসিনি। বৈষম্যমূলক, বিদেশিবিদ্বেষী, সমকামবিদ্বেষী, ইহুদিবিদ্বেষী কিংবা বর্ণবাদী কোনো আচরণের স্থান নেই এই আধুনিক সমাজে, যেখানে আমরা সবাই ফুটবল নামের এই সুন্দর খেলাকে ভালোবাসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ উপলক্ষে অতিরিক্ত সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে। ’
এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে (যেখানে আর্জেন্টিনা ৪-১ গোলে জিতেছিল) বর্ণবাদী স্লোগানের অভিযোগে ফিফা তদন্ত শুরু করেছিল। তখন শাস্তি হিসেবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আংশিক দর্শক নিয়ে খেলার সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয় এবং পূর্ণ দর্শকসংখ্যার সামনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হবে ৪ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা) মনুমেন্তাল স্টেডিয়ামে। প্রতিপক্ষ ভেনেজুয়েলা—যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে। অন্যদিকে লিওনেল স্কালোনির দল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে।
এমএইচএম