ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

বিশ্বকাপের আগে এশিয়া সফরে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, আগস্ট ২৬, ২০২৫
বিশ্বকাপের আগে এশিয়া সফরে ব্রাজিল

আগামী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবর মাসে এশিয়া সফরে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবে রেকর্ড শিরোপাজয়ীরা।

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ আসরের ২৩তম সংস্করণ। সেই আসরের প্রস্তুতিতে প্রীতি ম্যাচের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিল। সিবিএফের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর আমাদের পরিকল্পনা নভেম্বরে আফ্রিকান দলের সঙ্গে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলের সঙ্গে খেলার। বিভিন্ন ধরণের ফুটবলের বিপক্ষে খেলে আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হব, সেগুলো বিশ্বকাপে কাজে দেবে। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।