লিভারপুলের ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রিও নুমোয়া অভিষেকেই গড়লেন নতুন ইতিহাস। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে তিনি হয়ে গেলেন লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।
সেন্ট জেমস পার্কে লিভারপুল প্রিমিয়ার লিগের ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়ায়। দারুণ সব আক্রমণ শুরুর পরও নিউক্যাসল গোলের দেখা পায়নি। বরং প্রথমার্ধের শেষ দিকে রায়ান গ্রাভেনবার্খের শট ডিফ্লেকশনের মাধ্যমে জালে জড়ালে এগিয়ে যায় লিভারপুল।
এরপর যোগ করা সময়ে বেপরোয়া ট্যাকলের কারণে অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে নিউক্যাসলকে ১০ জন নিয়ে খেলতে হয়।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিভারপুল ব্যবধান দ্বিগুণ করে। নতুন স্ট্রাইকার হুগো একিতিকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করেন। মনে হচ্ছিল ম্যাচটি অনায়াসে জিতবে আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু হাল ছাড়েনি নিউক্যাসল। অধিনায়ক ব্রুনো গিমারায়েস দুর্দান্ত হেডে ব্যবধান কমান। ম্যাচের শেষ দিকে বদলি উইলিয়াম ওসুলা গোল করে স্কোরলাইন ২-২ করেন।
মনে হচ্ছিল জয় হাতছাড়া করল লিভারপুল। কিন্তু যোগ করা সময়ের ১০ম মিনিটে ইতিহাস লিখে দেন কিশোর নুমোয়া। ফাঁকায় বল পেয়ে অসাধারণ শটে তিনি জালের ঠিকানা খুঁজে পান।
মাত্র ১৬ বছর ৩৬১ দিন বয়সে করা এই গোল তাকে শুধু লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা নয়, বরং প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠ গোলদাতা বানাল। তার আগে এই কীর্তি গড়েছেন জেমস ভন, জেমস মিলনার এবং ওয়েইন রুনি।
এমএইচএম