ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

আবারও চোটে নেইমার, ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, আগস্ট ২৫, ২০২৫
আবারও চোটে নেইমার, ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকা অনিশ্চিত নেইমার জুনিয়র/ সংগৃহীত ছবি

নেইমার জুনিয়র আর ইনজুরি যেন নিত্যসঙ্গী। আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই চোটে তার ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা অনিশ্চিত করে দিয়েছে।  

নেইমারের চোটে পড়ার খবরটি নিশ্চত করেছে তার বর্তমান ক্লাব সান্তোস। ক্লাবটি নিশ্চিত করেছে, নেইমার তার ডান উরুতে মাংসপেশির ফোলাজনিত চোটে পড়েছেন। এর ফলে কার্লো আনচেলত্তি যখন দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন, তখনই নেইমারের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।

ক্লাবের তথ্যানুযায়ী, ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন এবং অন্তত এক সপ্তাহ চিকিৎসা নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী সুস্থ হলে ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগ ম্যাচে তার ফেরার সম্ভাবনা আছে।

ইতিমধ্যেই হলুদ কার্ড জমে যাওয়ায় এই সপ্তাহান্তে বাহিয়ার বিপক্ষে ম্যাচে শাস্তির কারণে খেলতে পারেননি নেইমার। এখন বড় প্রশ্ন—তিনি কি আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পাবেন? আজ সোমবার দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিল কোচের।

ব্রাজিল এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। শেষ দুই ম্যাচে ৪ সেপ্টেম্বর রিও দে জেনিরোতে চিলির মুখোমুখি হবে তারা এবং ৯ সেপ্টেম্বর লা পাজের কাছে এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে। নতুন কোচ আনচেলত্তির অধীনে এগুলো প্রস্তুতি ম্যাচ হিসেবে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

নেইমারের জন্য পরিস্থিতি জটিল। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি বারবার চোটের কারণে। সান্তোসের হয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দে ফিরলেও ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হার রোধ করতে পারেননি, যা ক্লাবকে অবনমন অঞ্চলের কাছাকাছি ঠেলে দিয়েছে।

বারবার চোটে ভুগতে থাকায় নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন আবারও জোরালো হচ্ছে—তিনি কি এখনও ব্রাজিল দলের মূল ভরসা হয়ে থাকতে পারবেন? 

নেইমারের ভাগ্য নির্ভর করছে আগামী কয়েক দিনের পুনর্বাসনের ওপর। তবে একটি বিষয় স্পষ্ট—জাতীয় দলে তার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।