ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

ফুটবল

নতুন মৌসুমে শক্তিশালী দল নিয়ে মাঠে ফিরছে কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, আগস্ট ১৫, ২০২৫
নতুন মৌসুমে শক্তিশালী দল নিয়ে মাঠে ফিরছে কিংস ছবি: বসুন্ধরা কিংস

দলবদলের শেষ দিনে বড় চমক নিয়ে হাজির হয়েছে বসুন্ধরা কিংস। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে দলে টেনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ক্লাবটি।

রহমতগঞ্জের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই ফরোয়ার্ড এবার কিংসের আক্রমণভাগে শক্তি যোগ করবেন।

জীবনের পাশাপাশি কিংসের নজর কেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এমানুয়েল টনি ও সানডেকে দলে টেনে। উল্লেখ্য, গত মৌসুমে মোহামেডানের লিগ শিরোপা জয়ে এই দুই বিদেশির ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

এছাড়া এই দলবদলের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা যায় কিউবা মিচেলকে। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলার ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জনে রয়েছেন।

জাতীয় দলের উইঙ্গার ইমন শাহরিয়ারকে আবাহনী লিমিটেড থেকে দলে টেনে নিয়েছে কিংস। তবে তাদের স্কোয়াড থেকে বিদায় নিয়েছেন উদীয়মান মিডফিল্ডার শেখ মোরছালিন।

আসন্ন ঘরোয়া লিগ মৌসুম শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। তবে কিংস ইতিমধ্যেই এএফসি প্রতিযোগিতার মাধ্যমে মৌসুম শুরু করেছে। সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে প্রিমিলিনারি রাউন্ড পার হয়ে গ্রুপ স্টেজে জায়গা করে নিয়েছে তারা।

টানা পাঁচবার লিগ শিরোপা জয়ের পর গত মৌসুমে তা হাতছাড়া হয় কিংসের। পেশাদার লিগের ইতিহাসে প্রথমবারের মতো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরোপা জেতে। তবে হতাশ না হয়ে, চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতে মৌসুম শেষ করেছে কিংস, যেখানে মোহামেডান ও আবাহনীকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে তারা।

নতুন মৌসুমে পুরনো শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছে কিংস। ঘরোয়া ট্রেবলের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জ মাথায় রেখে এবার আরও পরিপক্ব, প্রতিজ্ঞাবদ্ধ দল নিয়ে মাঠে নামছে তারা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।