শৈশবের স্বপ্ন পূরণ হলো ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ১৮তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রেয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে পরিচিতি পেলেন আর্জেন্টিনার এই প্রতিভাবান তরুণ।
বৃহস্পতিবার বার্নাব্যুতে জমকালো অনুষ্ঠানে তাকে দলের সদস্য হিসেবে স্বাগত জানায় ক্লাব কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে রিয়ালের জার্সি গায়ে দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাস্তানতুয়োনো বলেন, ‘এটি শৈশবের স্বপ্নপূরণ। এখানে এসে আমি আমার লক্ষ্যগুলো পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ’
শেষ দিকে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তার চোখে বিশ্বের সেরা ফুটবলার কে? তখন এক মুহূর্তও দেরি না করে বললেন, ‘আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন, আর আমার চোখে সে-ই সেরা। ’
এছাড়া রেয়ালের জার্সিতে খেলা আর্জেন্টাইনদের মধ্যে কাদের খেলা দেখেছেন, এমন প্রশ্নে মাস্তানতুয়োনো জানান, ‘আলফ্রেদোকে (দি স্তেফানো) দেখিনি। তবে (আনহেল) দি মারিয়া ও (গন্সালো) হিগুয়াইনের খেলা অনেক দেখেছি। তাদের অগ্রগতি অনুসরণ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। ’
আরইউ