এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। গত ১২ আগস্ট অনুষ্ঠিত ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে কিংস।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ গতকাল (১৩ আগস্ট) কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বসুন্ধরা কিংসকে সংবর্ধনা জানায়। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খানসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘আমরা আশানুরূপ পারফরম্যান্স করতে পেরেছি। এখন চাই দেশের মানুষের দোয়া ও সহযোগিতা। ’
ক্লাব ম্যানেজার এস. এম. ওয়াসিমুজ্জামান রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জয়ের সময় যেমন পাশে থাকেন, তেমনি হারের সময়ও সমর্থন চাই। ’
রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খান বসুন্ধরা কিংসের এমন অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, ‘এই জয় শুধু একটি ক্লাবের নয়, পুরো বাংলাদেশের। আমরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ’
অন্যদিকে, একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগের আরেক ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আরেক জনপ্রিয় ক্লাব আবাহনী। ঘরের মাঠে খেলেও তাদেরকে পরাজয়ের মুখে পড়তে হয়।
এআর/এমএইচএম