দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি। বঞ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার ও তাদের নতুন কোচ টমাস ফ্র্যাঙ্ককে অভিষেকেই শিরোপা জয়ের স্বপ্ন থেকে।
ইতালির উদিনেতে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল স্পার্স। কিন্তু ২০ গজ দূর থেকে লি কাং-ইনের দুর্দান্ত শট ও অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে বদলি গনসালো রামোসের হেডে সমতায় ফেরে পিএসজি।
ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটেই ভিতিনহা মিস করলেও পিএসজি বেঁচে যায়, কারণ টটেনহ্যামের মিকি ফান দে ফেনের শট ঠেকিয়ে দেন গোলকিপার লুকাস শেভালিয়ার। এরপর ম্যাথিস টেল লক্ষ্যভ্রষ্ট হন। নির্ধারক শটটি ঠাণ্ডা মাথায় জালে জড়ান নুনো মেন্দেস, নিশ্চিত করেন পিএসজির ঐতিহাসিক জয়।
তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি হাতছাড়া করল টটেনহ্যাম। ফ্র্যাঙ্কের অধীনে এটি ছিল তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। আগের কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতিয়েও মাত্র ১৬ দিন পর বরখাস্ত হন।
প্রথমার্ধে পালিনহার শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে ফান দে ফেন গোল করে স্পার্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর ফ্রি-কিক থেকে রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। তবে শেষ মুহূর্তে পিএসজির আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় তারা।
এই জয় পিএসজির জন্য ঐতিহাসিক—প্রথম উয়েফা সুপার কাপ ট্রফি এবং ২০২৫ সালে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে পঞ্চম জয়।
টটেনহ্যামের জন্য সান্ত্বনা—নতুন ডিফেন্সিভ সিস্টেমে প্রথম ৬৫ মিনিটে পিএসজিকে অন টার্গেট শটের সুযোগ দেয়নি, এবং দুই গোলই এসেছে সেট-পিস থেকে। তবে শেষ মুহূর্তের ভাঙনই শিরোপা হাতছাড়া করেছে।
এখন স্পার্সের সামনে মাত্র তিন দিনের মধ্যে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচ, শনিবার বার্নলির বিপক্ষে। পিএসজি তাদের লিগ ওয়ান অভিযান শুরু করবে রোববার নঁতের মাঠে।
এমএইচএম