ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

ফুটবল

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, আগস্ট ১২, ২০২৫
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই মাস পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল (১৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি ক্যাম্প।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে এই ক্যাম্প শুরু হবে।

গত ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর থেকে মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি লাল-সবুজরা। অবশেষে নতুন চ্যালেঞ্জ সামনে রেখে প্রস্তুতি শুরু করছে হাভিয়ের কাবরেরার দল।

সেপ্টেম্বর মাসে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ তারিখে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল বর্তমানে ১৭৬ নম্বরে, আর বাংলাদেশ ১৮৪তম স্থানে। উভয় দলই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই ম্যাচ দুটি খেলবে।

প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আপাতত দলে থাকছেন না। তারা কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে-অফ ম্যাচ খেলতে যাওয়ায় ১৫ আগস্টের পর ক্যাম্পে যোগ দেবেন।

৩৬ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন তিনি। আগামী বুধবার থেকে মাঠে অনুশীলন শুরু করবে দল।

তবে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ও ফরোয়ার্ড শমিত সোমকে এই প্রীতি ম্যাচ দুটিতে পাওয়ার সম্ভাবনা কম। যদিও জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, তাদের অন্তর্ভুক্তির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ কাবরেরা।

এদিকে আগামী অক্টোবরেই শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড। বাংলাদেশ সেখানে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে—৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে।

এখন পর্যন্ত বাছাইয়ে দুই ম্যাচ খেলে এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ, অবস্থান গ্রুপের তৃতীয় স্থানে। হংকং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।