ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

ফুটবল

পিএসজি ছাড়ার পথে দোন্নারুম্মা, এখনও বাকি আনুষ্ঠানিক ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, আগস্ট ১২, ২০২৫
পিএসজি ছাড়ার পথে দোন্নারুম্মা, এখনও বাকি আনুষ্ঠানিক ঘোষণা ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে গুঞ্জন ছড়িয়েছে যে, বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া উয়েফা সুপার কাপের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। ইতালিয়ান ফুটবল সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, দোন্নারুম্মার পিএসজি ছেড়ে যাওয়ার সম্ভাবনা এখন শতভাগ।

সুপার কাপের মঞ্চে ইতালির উদিনেসের ব্লুনার্জি স্টেডিয়ামে টটেনহামের মুখোমুখি হবে পিএসজি। সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দল থেকে বাদ পড়ার পর থেকে ক্লাবের সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক চরম অবস্থায় পৌঁছেছে।

দোন্নারুম্মার সঙ্গে পিএসজির চুক্তি এখনও দুই মৌসুম বাকি থাকলেও নতুন চুক্তিতে রাজি নন এই গোলরক্ষক। তাই চলতি ট্রান্সফার বাজারেই তার নতুন গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির আগ্রহের খবর পাওয়া গেলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

অন্যদিকে ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, পছন্দমতো ক্লাব না পেলে ২৬ বছর বয়সী এই গোলকিপার পিএসজিতেই থাকতে পারেন চুক্তির শেষ পর্যন্ত।

গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আয়ের শিরোপা জিতেছেন দোন্নারুম্মা এবং পারফরম্যান্সেও ছিলেন অসাধারণ। তবে কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা সত্ত্বেও দুই পক্ষের সম্পর্ক ভেঙে গেছে। ইতিমধ্যে পিএসজি তার বিকল্পও ঠিক করে ফেলেছে। গত শনিবার লিঁল থেকে ২৩ বছর বয়সী লুকাস শেভালিয়েকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তারা।

২০১৯ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। চার মৌসুমে তিনি লিগ আয়ের তিনটি শিরোপা জিতেছেন এবং ইউরোপের শীর্ষ মঞ্চে ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার সুপার কাপে গোলপোস্টের নিচে দাঁড়াতে পারেন নতুন গোলরক্ষক শেভালিয়ে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।