ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

ফুটবল

জার্মানির বর্ষসেরা ফুটবলার ভির্টজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ১১, ২০২৫
জার্মানির বর্ষসেরা ফুটবলার ভির্টজ

লিভারপুলে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফ্লোরিয়ান ভির্টজ, যিনি সম্প্রতি জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার লাভ করেছেন। তরুণ মিডফিল্ডার এই সম্মানে পৌঁছে তার ভবিষ্যতের জন্য প্রেরণার বড় উদ্দীপনা পেয়েছেন।

জার্মান ফুটবলের কিংবদন্তি টনি ক্রুসও ভির্টজকে সর্বোচ্চ প্রশংসা জানিয়ে বলেন, ‘তোমার চেয়ে যোগ্য উত্তরসূরী আমি ভাবতেও পারি না। ’ যদিও বায়ার লেভারকুজেন গত মৌসুমে ভালো ফলাফল করতে পারেনি, ভির্টজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলে ও ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও তিনি আলো ছড়িয়েছেন। বিশেষ করে উয়েফা নেশন্স লিগে জার্মানির সেমিফাইনালে উঠার পথে ভির্টজ ছিলেন দলের অন্যতম সেরা।

১৯১ ভোট পেয়ে এই পুরস্কার জিতে প্রথম অবস্থানে ছিলেন ভির্টজ। দ্বিতীয় স্থান অধিকার করেন বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস, যিনি পেয়েছেন ৮১ ভোট। এছাড়া স্টুটগার্টের নিক ভোল্টেমেড ৭১ ভোট এবং টমাস মুলার পেয়েছেন ৭০ ভোট।

জার্মান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ১৯৬০ সাল থেকে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন কিংবদন্তি ফ্রাঙ্ক বেকেনবাউয়ার।

অন্যদিকে, বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন এসসি ফ্রাইবার্গের ইউলিয়ান শুস্টার, যিনি কোচিং ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি অর্জন করলেন। তার নেতৃত্বে ক্লাবটি বুন্ডেসলিগায় ১০ নম্বর থেকে উঠে পঞ্চম স্থানে এসে ইউরোপা লিগ খেলার সুযোগ পেয়েছে। বর্ষসেরা কোচ পুরস্কার ২০০২ সাল থেকে দেওয়া হচ্ছে। ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ তিনবার করে এই সম্মান পেয়েছেন।

মেয়েদের বর্ষসেরা ফুটবলারের তালিকায় জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার যৌথভাবে সম্মান পেয়েছেন, যাদের জন্য মোট ৬০৮ ভোট পড়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।