ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

ফুটবল

ফের নেই মেসি-রোনালদো, ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, আগস্ট ৮, ২০২৫
ফের নেই মেসি-রোনালদো, ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা ছবি: সংগৃহীত

চলতি বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ফ্রান্স ফুটবলের এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

এবারও ৩০ জনের তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।  

বৃহস্পতিবার ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ঘোষিত তালিকায় বার্সেলোনার দুই তারকা লামিনে ইয়ামাল ও রাফিনিয়াও আছেন আলোচনায়।

দেম্বেলের ব্যতিক্রমী পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপের শিরোপা ঘরে তোলে পিএসজি। সুপার কাপের একমাত্র গোলদাতাও ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

রাফিনিয়াও ছিলেন দুর্দান্ত ছন্দে। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই বার্সা ফরোয়ার্ড। গত মৌসুমে ৫৭ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫টি গোলে সহায়তা করেন তিনি। অন্যদিকে কাতালান ক্লাবের আরেক তরুণ তারকা ইয়ামাল আলো ছড়িয়েছেন মৌসুমজুড়ে। ৫৫ ম্যাচে তার গোলসংখ্যা ১৮, অ্যাসিস্ট ২৫টি।

তবে গতবারের বিজয়ী রদ্রি এবার নেই তালিকায়। হাঁটুর চোটে মৌসুমের বড় সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসে এক জমকালো আয়োজনে। বর্ষসেরা এই পুরস্কার জয়ীর নাম নির্ধারিত হবে সাংবাদিকদের ভোটে।

একনজরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলাররা:
উসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ), জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ), দিজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং ব্রট হলান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্তর ইয়োকেরেশ (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক আলিস্তার (লিভারপুল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনিয়া (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোহিয়ান ভিয়েৎস (লিভারপুল), ভিতিনিয়া (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ