এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩৮টি দেশ অংশ নিচ্ছে।
৩৮টি দলকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে রয়েছে ছয়টি করে দল এবং ‘ডি’ থেকে ‘জি’ গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। বাংলাদেশ পড়েছে ছয় দলের ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিযোগিতা হবে চীনের মাটিতে।
এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, সাতটি দেশে সাতটি ভেন্যুতে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার সুযোগ পাবে, যা আগামী বছর অনুষ্ঠিত হবে সৌদি আরবে।
মূল পর্বে অংশ নেবে মোট ১৬টি দল। সাত গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়াও সরাসরি কোয়ালিফায়ার হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়ার নয়টি শীর্ষ দেশ— কাতার, উজবেকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। এই দেশগুলো ২০২৫ সালে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এশিয়ার প্রতিনিধিত্ব করবে।
এদিকে, এএফসি বাছাইয়ের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ইতোমধ্যে অনুশীলনে নেমে পড়েছে। যশোরের শামসুল হুদা একাডেমিতে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে দলটির প্রস্তুতি চলছে। বর্তমানে দলটি সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সাফ টুর্নামেন্টের পরই শুরু হবে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রস্তুতি।
এআর/আরইউ