ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মে ৮, ২০২৫
বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামিত

বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে কোনও বাধা নেই কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের। সব আনুষ্ঠানিকতা শেষ।

এখন জাতীয় দলে তার অভিষেকের অপেক্ষা।  

হামজা চৌধুরির পর দেশের ফুটবলের বড় নাম হতে পারেন সামিত। তাকে ঘিড়ে ভক্ত সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশে সামিতের সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এই ফুটবলার।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজের এক ভিডিওবার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ। ’ আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে সামিতের। একইদিনে ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী।  

অনেকটা দ্রুততার সঙ্গেই বাংলাদেশের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট পেয়ে গিয়েছিলেন সামিত সোম। কানাডার ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত। দরকার ছিল ফিফার ক্লিয়ারেন্স। সেটাও এসে যায় প্রত্যাশিতভাবে। এখন সামিতকে কেবল বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।