ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপের সেরা যারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, এপ্রিল ২৯, ২০২৫
ফেডারেশন কাপের সেরা যারা ছবি: সংগৃহীত

আবাহনীকে হারিযয়ে আজ চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ শেষে সেরা গোলদাতা হয়েছেন সাত জন।

এবারের ফেডারেশন কাপের ২৪ ম্যাচে গোল হয়েছে ৭২টি। তিনটি করে গোল করা ৭ জন পেয়েছেন সর্বাধিক গোলের পুরস্কার।

মঙ্গলবার ফাইনাল শেষে সর্বাধিক গোলদাতার পুরস্কার প্রদান করা হয়েছে বসুন্ধরা কিংসের তপু বর্মন ও আবাহনীর মোহাম্মদ ইব্রাহীমকে। অন্য ৫ জন হচ্ছেন: মোহামেডানের আরিফ হোসেন, রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন ও স্যামুয়েল বোয়েটেং, ব্রাদার্সের সাজ্জাদ হোসেন ও মুস্তাফা দ্রামাহ।  

ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, টুর্নামেন্টসেরা গোলরক্ষক হয়েছেন আবাহনীর মিতুল মারমা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন।

ফেয়ার প্লে ট্রফি জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরোনো ঢাকার এই ক্লাবটি এলিমিনেশন ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় বসুন্ধরা কিংসের কাছে।
 
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।