ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে ঢুকে হামজার সঙ্গে বার্নলি সমর্থকদের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
মাঠে ঢুকে হামজার সঙ্গে বার্নলি সমর্থকদের হাতাহাতি সংগৃহীত ছবি

বার্নলির প্রিমিয়ার লিগে ফেরা ছিল এক উৎসবমুখর রাত—কিন্তু ম্যাচ শেষে সেই উদযাপনটা একসময় রূপ নেয় বিশৃঙ্খল পরিস্থিতিতে।

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত হওয়ার পর, যা বার্নলিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেছে, হাজারো উল্লসিত সমর্থক হুড়মুড়িয়ে নেমে পড়েন টার্ফ মুরের মাঠে।

 

উদযাপনের সেই উত্তেজনার মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা — শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে মাঠের পাশে নিরাপত্তারক্ষীরা ঠেকিয়ে রাখেন।

চোখে মুখে বিরক্তি আর ক্ষোভ, হামজা চৌধুরীকে দেখা যায় চিৎকার করতে এবং কিছু একটা দেখিয়ে ক্ষুব্ধ ভঙ্গিতে ইশারা করতে। আশেপাশে তখন কয়েকজন বার্নলি সমর্থক ছিল।

ধারণা করা হচ্ছে, কেউ কিছু বলায় বা আচরণে তিনি প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করেন।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মুহূর্তে মাঠে ঢোকার নিয়ন্ত্রণ আরও শক্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি নিয়ে ক্লাব ও ইএফএল তদন্ত শুরু করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘন্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।