ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ও বার্সার হতাশার রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
রিয়াল ও বার্সার হতাশার রাত

ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের ম্যাচে ভালেন্সিয়ার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে রুখে দিয়েছে রিয়াল বেতিস।

 

রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্নে ধাক্কা

লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল। শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় কার্লো আনচেলোত্তির দল। ম্যাচের শুরুর দিকে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস এবং ইনজুরি টাইমে হুগো দুরোর নাটকীয় গোল রিয়ালের জন্য সর্বনাশ ডেকে আনে।

ম্যাচের ৬ মিনিটেই রিয়াল পেনাল্টির সুযোগ পায় কিলিয়ান এমবাপ্পের অর্জিত ফাউলের কারণে। কিন্তু ভিনিসিয়ুসের নিচু ও মাঝামাঝি লক্ষ্যে মারা শটটি সহজেই ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্জি মামারদাশভিলি। তার ঠিক পরপরই, ১৭তম মিনিটে আন্দ্রে আলমেইদার কর্নার থেকে মুকতার দিয়াখাবি হেডে গোল করে ভালেন্সিয়াকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫০তম মিনিটে রিয়াল সমতায় ফেরে। জুড বেলিংহ্যামের হেড থেকে বল পেয়ে ভিনিসিয়ুস দূরের পোস্টে ফাঁকা জায়গা থেকে বল জালে পাঠান। কিন্তু এরপরেও রিয়াল গোলের সুযোগ সৃষ্টি করলেও গোল আদায় করে নিতে পারেনি। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে রাফা মিরের নিচু ক্রসে বদলি খেলোয়াড় হুগো দুরো দুর্দান্ত হেডে জালের ঠিকানা খুঁজে নেন, যা রিয়ালের ঘরের মাঠে পরাজয় নিশ্চিত করে।

রিয়ালের জন্য বাড়তি দুশ্চিন্তার বিষয় ছিল গোলপোস্টের নিচে অনভিজ্ঞতা। প্রথম ও দ্বিতীয় গোলরক্ষক থিবো কোর্তোয়া ও আন্দ্রেই লুনিন ইনজুরিতে থাকায় মাত্র ১৯ বছর বয়সী তৃতীয় গোলরক্ষক ফ্রান গনসালেসকে প্রথমবারের মতো মাঠে নামান আনচেলত্তি।

এই জয়ে অবনমন অঞ্চলে থাকা  ভালেন্সিয়ার এখন উঠে এসেছে ১৫তম স্থানে এবং অবনমন থেকে ৭ পয়েন্ট দূরে।

ড্র করে আরও এগিয়ে গেল বার্সা

লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ পেয়েও তা পুরোপুরি কাজে লাগাতে পারল না বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকায় এগিয়ে গেলেও, প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হারের পর যে ছয় পয়েন্টের ব্যবধান তৈরি হতে পারত, তা হলো না—ব্যবধান রইল মাত্র চার পয়েন্টে।

দিনের শুরুতেই ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর আশা করা হচ্ছিল বার্সেলোনা জয় তুলে নিয়ে ব্যবধান আরও বাড়াবে। কিন্তু পয়েন্ট হারিয়ে তারা লা লিগার শিরোপা দৌড়ে নিজেরাই কিছুটা পিছিয়ে গেল। দুই দলই এখন পর্যন্ত ৩০টি করে ম্যাচ খেলেছে, এবং মৌসুমে বাকি রয়েছে ৮টি ম্যাচ, যার মধ্যে রয়েছে এক এল ক্লাসিকোও।

ম্যাচের শুরুটা ছিল দারুণ। মাত্র সপ্তম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে গাভি নিখুঁত নিচু শটে বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দশ মিনিট পরই নাতান হেড করে বেতিসকে সমতায় ফেরান।

এরপর পুরো ম্যাচজুড়েই বার্সেলোনা আক্রমণে আধিপত্য দেখালেও, গোলরক্ষক আদ্রিয়ান সান মিগুয়েল এবং সাবেক বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রার দুর্দান্ত পারফরম্যান্সে গোলের খরা কাটাতে পারেনি হান্সি ফ্লিকের দল।

বার্সা ও রিয়ালের পরবর্তী ম্যাচ

এখন দুই দলের মনোযোগ চ্যাম্পিয়নস লিগে। বার্সেলোনা বুধবার মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের, আর রিয়াল মাদ্রিদ মঙ্গলবার খেলবে আর্সেনালের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।