ঢাকা, রবিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

ফুটবল

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ইমরুল হাসান

বুকে ব্যথা নিয়ে গতকাল ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।  

আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে তার।

কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি এই ফুটবল সংগঠকের, চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

গতকাল হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন ইমরুল হাসান। তারপর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে ইমরুলকে। আগামী কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

আহমেদ শায়েখ বলেন, 'উনার (ইমরুল হাসান) অবস্থা আগের চাইতে উন্নতির পথে। তবে ডাক্তাররা আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখতে চান। হার্টের কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুকে ব্যাথা নিয়ে ভর্তি হলেও তার কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। '

কিছুদিন আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়েছিল তার। বসানো হয়েছিল একটি রিং। তাকেও সাভার কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে পরে এভারকেয়ার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তামিম অবশ্য চিকিৎসা শেষে ঈদের আগেই বাসায় ফিরেছেন। ইমরুল হাসানকে হাসপাতালে যেতে হলো ঈদের পরে।  

বাংলাদেশে সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।